গৃহবধুকে গণধর্ষণ করলো দুই সাধক!


প্রকাশিত: ১০:৩৭ পিএম, ০৫ জুন ২০১৫

ভারতের দিল্লী উত্তরপ্রদেশে মিরটের এক আশ্রমে গৃহবধূকে গণধর্ষণ করেছে স্বঘোষিত দুই সাধক। ফেরু ও রাজু নামে অভিযুক্ত দুই সাধু ঘটনার পরপরই গা ঢাকা দিয়েছে।

যদিও ওই আশ্রমের প্রধান পিঙ্কি মহারাজের দাবি, অভিযুক্তরা তাঁর আশ্রমের কেউ নয়। সাধুর মিথ্যে পরিচয়ে তারা এই জঘন্য কাজ করেছে।

দিল্লির দরিয়াগঞ্জ এলাকার বাসিন্দা ৩৫ বছর বয়সী ওই বধূ পুলিশকে জানান, প্রতিবছর পূর্ণিমায় মিরটের নংলির আজাদ গ্রামে মেলা বসে। ইঞ্জিনিয়ার স্বামীর সঙ্গে সেই মেলাতেই গিয়েছিলেন তিনি। সেই মেলাতেই আলাপ হয় ফেরু ও রাজু নামে স্বঘোষিত ওই দুই সাধুর সঙ্গে। তারা ওই দম্পতি মিরটের আশ্রমে যেতে বলে।

এএসপি সংকল্প শর্মা জানান, ওই দম্পতি আশ্রমে পৌঁছলে, স্বামীকে আটকে রেখে যুবতীকে ধর্ষণ করে দুই সাধু।

পুলিশকে নিগৃহীতা জানান, গত সপ্তাহে এই ঘটনা ঘটলেও সংকোচে প্রথমে থানায় যেতে পারেননি। মিরট থেকে দিল্লিতে ফিরে আসেন তিনি। পরে, বৃহস্পতিবার স্বামীর সঙ্গে দৌরালা মহিলা থানায় গিয়ে ওই দুই সাধুর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন।

অভিযোগ নথিভুক্ত করে মহিলার মেডিক্যাল টেস্ট করানো হয়। অভিযুক্তদের খোঁজে মিরটের ওই আশ্রমে পুলিশ অভিযান চালালেও, দুই ভণ্ড সাধুকে গ্রেফতার করতে পারেনি।


এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।