চারদিনে দুই দুর্ঘটনা : রেলওয়ে চেয়ারম্যানের পদত্যাগ ভারতে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ২৩ আগস্ট ২০১৭

ভারতে চারদিনের ব্যবধানে বড় ধরনের দুটি রেল দুর্ঘটনার জেরে দেশটির রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অশোক মিত্তাল পদত্যাগ করেছেন। বুধবার রাতে উত্তরপ্রদেশে কৈফিয়ত এক্সপ্রেস নামের একটি ট্রেন দুর্ঘটনায় ৭০ জন আহতের পর দেশটির কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভুর কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ট্যুডে এক প্রতিবেদনে বলছে, বুধবার রাতে উত্তরপ্রদেশে কৈফিয়ত এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ৭০ যাত্রী আহত হয়েছেন। উত্তরপ্রদেশের আওরাইয়া এলাকায় একটি ডাম্পারে আঘাত হানার পর ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

কেন্দ্রীয় রেলওয়ে বিভাগের উত্তরাঞ্চলের এক মুখপাত্র বলেন, আজমগর থেকে দিল্লি যাওয়ার পথে রাত ২ টা ৫০ মিনিটের দিকে উত্তরপ্রদেশের পাতা এবং আচলদা রেল-স্টেশনের মাঝে ডাম্পারের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ।

এ ঘটনার চারদিন আগে (গত শনিবার) উত্তরপ্রদেশের মুজাফফরনগরে উৎকল এক্সপ্রেস নামের একটি ট্রেনের ১৪টি বগি উল্টে অন্তত ২২ জনের প্রাণহানি ঘটে। হরিদরগামী এই ট্রেনের বগি উল্টে যাওয়ার ঘটনায় আহত হয় আরো অন্তত ১৫৬ জন।

সূত্র : ইন্ডিয়া ট্যুডে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।