ভারতে আবারও ট্রেন দুর্ঘটনা, আহত ৭৫
ভারতের উত্তরপ্রদেশে আবারও ট্রেন দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনগত রাতে পাটা ও আচলদা স্টেশনের মাঝে এ দুর্ঘটনা ঘটে। -খবর- এবিপি আনন্দ, আনন্দবাজার।
জানা গেছে, রেল লাইনের উপর উল্টে পড়ে থাকা ডাম্পারকে ধাক্কা মারে দ্রুতগতির কৈফিয়ত এক্সপ্রেস। এর ফলে দিল্লিগামী কৈফিয়ত এক্সপ্রেসের ১০টি কামরা লাইনচ্যুত হয়েছে। ওই ঘটনায় এখন পর্যন্ত ৭৫ জন আহত হয়েছেন।
খবরে বলা হয়, রেল লাইনে কাজের জন্য বালি নিয়ে আসছিল ডাম্পারটি। কিন্তু লাইনে একটি ডাম্পার উল্টে পড়ে যায়। আর সে খবর ট্রেনের চালক ও গার্ডকে দেওয়া হয়নি। ফলে দিল্লিগামী কৈফিয়ত এক্সপ্রেস এসে ডাম্পারকে ধাক্কা দেয়। পরে দুর্ঘটনা স্থানে জেলা প্রশাসনের উদ্ধারকর্মীরা পৌঁছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
উল্লেখ্য, গত শনিবার উত্তরপ্রদেশের মুজফফরনগরের খতৌলী রেল স্টেশনের কাছে আরও একটি দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় মারা যান ২৩ জন। এছাড়া আহত হন ১৫৬।
আরএস/পিআর