সৌদির রাস্তায় নাচার অপরাধে কিশোর গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১৭ এএম, ২৩ আগস্ট ২০১৭

রাস্তায় নাচার অপরাধে ১৪ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে সৌদির পুলিশ। জেদ্দার ব্যস্ত রাস্তার ক্রসিংয়ের মাঝে দাঁড়িয়ে ওই কিশোর ১৯৯০ সালের জনপ্রিয় ম্যাকারিনা গানের সঙ্গে নাচতে শুরু করে।

কিশোরের ওই নাচ ইতোমধ্যেই টুইটারে ভাইরাল হয়ে গেছে। তবে তার নাম ও পরিচয় জানা যায়নি। রাস্তায় যথাযথ আচরণ না করায় এবং ট্রাফিক ব্যবস্থা ব্যাহত করায় তাকে জেরা করেছে পুলিশ।

৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, ডোরাকাটা সাদাকালো টি-শার্ট ও ধূসর রঙের হাফপ্যান্ট পড়া কিশোর কানে হেডফোন লাগিয়ে রাস্তার মাঝখানে এসে নাচানাচি করছে।

তার নাচের কারণে রাস্তার গাড়ি আটকে যানজটের সৃষ্টি হয়েছিল। পরে তাকে সেখান থেকে গ্রেফতার করে রাস্তার পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।