বার্সেলোনায় হামলাকারী পুলিশের গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২১ আগস্ট ২০১৭

সুইসাইডাল ভেস্ট পরিহিত একজনকে গুলি করে হত্যার কথা জানিয়েছে স্পেনের পুলিশ। তবে সোমবার দেশটির টেলিভিশনের খবরে বলা হয়, ওই ব্যক্তি গত সপ্তাহে বার্সেলোনায় গাড়ি হামলার সঙ্গে জড়িত ছিল।

স্পেনের সরকারি টেলিভিশনের খবরে বলা হয়, নিহত ওই ব্যক্তি গত সপ্তাহে বার্সেলোনায় গাড়ি হামলা চালিয়ে ১৩ জন লোককে হত্যা করেছেন।

স্পেনের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে বার্সেলোনার লাস রামব্লাসে পথচারীদের ভিড়ে ভ্যান উঠিয়ে দেয়ার ঘটনায় ১৩ জন নিহত হন। এরপর স্থানীয় সময় মধ্যরাতের দিকে ক্যামব্রিলসের কাছে আরেকটি হামলার প্রচেষ্টা হলে পাঁচ সন্দেহভাজনকে হত্যার মধ্য দিয়ে তা ঠেকিয়ে দেওয়ার দাবি করে পুলিশ।

ওই ঘটনায় সাতজন আহত হন। এই দুই হামলার আগে বৃহস্পতিবার সকালে আলকানার এলাকার একটি বাড়িতে বিস্ফোরণ হয়। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

এটিকে প্রথমে দুর্ঘটনা বলে মনে করা হলেও পরে পুলিশ ধারণা করে তিনটি ঘটনার সংযোগ রয়েছে। রোববার স্পেনের পুলিশ জানায়, বার্সেলোনায় দুটি জঙ্গি হামলা চালানো চক্রের কাছে একশ ২০টি গ্যাস ক্যানিস্টার ছিল। গাড়ি হামলায় এসব ক্যানিস্টার ব্যবহার করার পরিকল্পনা ছিল হামলাকারীদের।

সূত্র : সিএনবিসি

কেএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।