মার্কিন কর্মকর্তাদের তথ্য হ্যাক


প্রকাশিত: ০৪:১৭ এএম, ০৫ জুন ২০১৫

যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের তথ্য হ্যাক করা হয়েছে। দেশটির গোয়েন্দা সংস্থা জানায়, প্রায় ৪০ লক্ষ বর্তমান ও সাবেক কর্মকর্তার ব্যক্তিগত তথ্য হ্যাক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দা অফিস অফ পারসোনাল ম্যানেজমেন্ট এ খবর নিশ্চিত করে। খবর বিবিসি।  

কর্মকর্তারা ধারণা করছেন এই সাইবার হামলার ঘটনায় চীনের হাত রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মেরি হার্ফ অবশ্য নিশ্চিত করেন নি যে, এই সাইবার হামলার পিছনে চীনের হাত রয়েছে কিনা।

তিনি কিছুটা সর্তক মন্তব্য করে বলেছেন বিশ্বে কিছু শক্তির এই ধরণের কাজ করার ক্ষমতা রয়েছে এবং দুর্ভাগ্যবশত এই সংখ্যা বেড়ে চলেছে।

দা অফিস অফ পারসোনাল ম্যানেজমেন্ট বা ওপিএম বলছে তারা ‘আইনস্টাইন’ নামে একটি সাইবার সিকিউরিটি সিস্টেম ব্যবহার করে দেখেছে, এ বছরের এপ্রিলে তাদের ডাটাবেসে একটি সাইবার অনুপ্রবেশ ঘটেছে।

ওপিএম এর এই ডাটাবেসে প্রায় ৪০ লক্ষ কর্মকর্তার কাজের ধরন, কাজের পর্যালোচনা, এবং প্রশিক্ষণের বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে।

এর আগে ২০১৪ সালের নভেম্বরে ২৫ হাজার কর্মকর্তার ফাইল হ্যাক করা হয়। এপ্রিলের এই হ্যাকিং এর ঘটনার তদন্ত করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।