জাতীয় সংগীত শুনে না দাঁড়ানোয় তিন শিক্ষার্থী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৭ এএম, ২১ আগস্ট ২০১৭

সিনেমা হলে জাতীয় সংগীত চলাকালীন দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শন না করার অভিযোগে তিন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভারতের তেলেঙ্গানায় একটি সিনেমা হল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ভারতীয় গণমাধ্যম বলছে, সিনেমা হলে ভারতের জাতীয় সংগীত ‘জনগণমন’ চলাকালীন দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শন না করায় জম্মু-কাশ্মিরের তিন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জাতীয় সংগীতের প্রতি অসম্মান করার অভিযোগ আনা হয়েছে।

শনিবার তেলেঙ্গানার একটি সিনেমা হলে উপস্থিত ছিলেন পুলিশের এক শীর্ষ কর্মকর্তা। তিনি দেখতে পান, ‘বরেলি কি বরফি’ ছবিটি শুরু হওয়ার আগে ‘জনগণমন’ চলাকালীন যখন হলের সবাই দাঁড়িয়েছেন, তখন বসে রয়েছেন কাশ্মিরি তিন ছাত্র। তখনই বিষয়টি হল কর্তৃপক্ষকে জানান পুলিশের ওই কর্মকর্তা। এরপর খবর দেয়া হয় পুলিশে।

রাজেন্দ্র নগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই তিন শিক্ষার্থীকে গ্রেফতার করে। পরে জামিল গুল, ওমর ফাইয়াজ ও মুদাবির সাব্বির নামের ওই তিন শিক্ষার্থীর বিরুদ্ধে জাতীয় সংগীতের প্রতি অসম্মান প্রদর্শনের অভিযোগ দায়ের করা হয়।

পুলিশের ডেপুটি কমিশনার পিভি পদ্মজা বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে জাতীয় সম্মান রক্ষাকারী কাজে অশ্রদ্ধা প্রদর্শনের অভিযোগে মামলা হয়েছে। তবে আটক শিক্ষার্থীদের জামিনে মুক্তি দেয়া হয়।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।