বিহারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৫৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১১ এএম, ২১ আগস্ট ২০১৭

ভারতের বিহার অঙ্গরাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৩ জনে। বন্যার পানিতে রাজ্যের ১৮ জেলা প্লাবিত হয়েছে। বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১ কোটি ২৬ লাখ মানুষ।

Bihar

Bihar

দ্রুত গতিতে উদ্ধারকাজ শেষ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে রাজ্যে সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী পাঠানোর আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

Bihar

Bihar

সোমবার আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর তথ্য অনুযায়ী, বিভিন্ন বানভাসি এলাকা থেকে এখনও পর্যন্ত প্রায় ৪ লাখ ২১ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে।

Bihar

রাজ্যে মোট ১৩৫৮টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানেই আশ্রয় নিয়েছে অসহায় লোকজন। বিহারে এ বছরের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আরারিয়া জেলা। শুধুমাত্র ওই জেলাতেই ৫৭ জনের মৃত্যু হয়েছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।