রায়পুরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা
লক্ষ্মীপুরের রায়পুরে দুই গুণী ব্যক্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত ১৩ জন শিক্ষক-কর্মচারী ও জেএসসি, জেডিসি, এসএসসি- দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১২৯ ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শরিফুল ইসলাম, শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
দুইজন গুণী ব্যক্তি হলেন, লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলী মোরশেদ ও স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক (মরণোত্তর) ডাক্তার আবদুল হাই। পরে সম্মাননা ক্রেস্ট, সনদ ও ফুলসহ উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।
কাজল কায়েস/এআরএ/আরআই