অবরোধের মধ্যেই ২০২২ বিশ্বকাপের প্রস্তুতি কাতারের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৯ এএম, ১৯ আগস্ট ২০১৭

সৌদি জোটের অবরোধের মধ্যেই ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে কাতার। তবে অবরোধের কারণে কিছুটা সমস্যার কথা জানিয়েছেন ২০২২ বিশ্বকাপ ফুটবল আয়োজক কমিটির প্রধান। খবর অাল জাজিরার।

আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে হাসান আল থাওয়াদি জানান, আটটি স্টেডিয়াম, ৩৫ বিলিয়ন ডলারের মেট্রো রেল চালুসহ নানা ধরনের নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।

অবরোধের কারণে যে অসুবিধা হচ্ছে, সে কথা মেনে নিতে তিনি বিন্দুমাত্র আপত্তি করেননি। তবে অসুবিধার মধ্যেও কাজ চালিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা খুব শিগগিরই প্ল্যান বি'র কাজ শুরু করব। সেক্ষেত্রে আমরা কাঁচামাল আমদানির ভিন্ন উপায় খুঁজছি।

প্রসঙ্গত, ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং জঙ্গি সংগঠনগুলোকে সমর্থন, অর্থায়ন ও লালন-পালনের অভিযোগে গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি জোট।

সম্পর্ক ছিন্নের পর কাতারে বিরুদ্ধে আকাশপথ, স্থলবন্দর ও সমুদ্রবন্দর বন্ধ করে দেয় সৌদি আরব, মিসর, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত। তবে তাদের অভিযোগ বরাবরই অস্বীকার করে অাসছে দোহা।

কেএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।