মধ্যরাতে দার্জিলিং শহরে হঠাৎ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৪ এএম, ১৯ আগস্ট ২০১৭

মধ্যরাতে হঠাৎ কেঁপে উঠল পশ্চিমবঙ্গের দার্জিলিং শহর। শনিবার রাত ১২টার দিকে শহরের সুপার মার্কেট এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, বিস্ফোরণের তীব্রতায় গোটা শহর কেঁপে ওঠে। তবে কেউ হতাহত হয়েছে কি না গভীর রাত পর্যন্ত তা নিশ্চিতভাবে জানা যায়নি।

পুলিশের প্রাথমিক অনুমান, পেট্রলবোমা কিংবা অন্য কোনো শক্তিশালী বোমা ব্যবহার করা হয়েছে। তবে রাস্তার ধারে থাকা কোনো ঘরদোর বা স্থানীয় কোনো বাসিন্দার ক্ষতি হয়েছে কি না পুলিশ তা খুঁজছে।

দার্জিলিং পুলিশের আইজি মনোজ বর্মা বলেন, ‘কে বা কারা কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এটি একটি গুরুতর ঘটনা।’

স্থানীয়রা জানান, রাতে বিকট শব্দে শহরের ক্লাবসাইড রোড, চকবাজার এলাকা কেঁপে ওঠে। ভয়ে অনেকে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। সেই মুহূর্তে আবার বিদ্যুৎ চলে যায়। তাতে আতঙ্ক বাড়ে আরও।

পশ্চিমবঙ্গ মোর্চার কেন্দ্রীয় কমিটির এক নেতা বলেন, ‘এই বিস্ফোরণের পেছনে কারা পুলিশই তা খুঁজে বের করুক।’

বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।