হোয়াইট হাউসের ‘চিফ স্ট্র্যাটেজিস্ট’ বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫০ এএম, ১৯ আগস্ট ২০১৭

হোয়াইট হাউসের ‘চিফ স্ট্র্যাটেজিস্ট’ স্টিভ ব্যাননকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরআগেও প্রশাসনের শীর্ষ কয়েক ব্যক্তিকে বরখাস্ত করা হয়েছে।

প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসি।

ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ‘আমেরিকা ফার্স্ট’ দর্শনকে একটি গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যাননের বড় ভূমিকা ছিল। ট্রাম্পের জয়ের অন্যতম কারিগর বলেও মনে করা হয় ব্যাননকে।

হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তা ম্যাক মাস্টার এবং জেনারেল কেলির সঙ্গে মতবিরোধ ছিল ব্যাননের।

ব্যানন জানিয়েছেন তিনি তার আগের কর্মস্থল ব্রাইবার্ট নিউজেই ফিরে যাচ্ছেন।

ব্যাননের ঘটনাটির মধ্যে দিয়ে হোয়াইট হাউসের অস্থিতিশীলতা আরও প্রকট হলো বলে মনে করা হচ্ছে।

এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।