স্পেনে পর্যটক সমাগম এলাকায় ভ্যান হামলা, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২১ পিএম, ১৭ আগস্ট ২০১৭

স্পেনের বার্সেলোনায় একটি পর্যটক সমাগম এলাকায় ভ্যান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জন। এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) শহরটির কেন্দ্রস্থল প্লাসা কাতালুনিয়া এলাকায় এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভ্যান গাড়িটি জনতাকে লক্ষ্য করে এগিয়ে এসে তাদের ওপর চালিয়ে দেয়। বিবিসি, রয়টার্স

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গাড়ির চালক জনতার ওপর গাড়ি উঠিয়ে দিয়েই পালিয়েছে। পরে দুই অস্ত্রধারী একটি রেস্টুরেন্টে ঢুকে পড়েছে। স্পেনের পুলিশ এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে।

ঘটনার পর ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। একইসঙ্গে শহরের ট্রেন ও মেট্রো স্টেশন এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে। ঘটনাস্থলে ছুটে গেছে জরুরি উদ্ধারকারী বাহিনী।

উল্লেখ্য, ২০০৪ সালে স্পেনের মাদ্রিদে পাতাল রেলের সন্ত্রাসী হামলায় ৮ জন নিহত হয়।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।