চীনে জাহাজডুবি : ৬৫ লাশ উদ্ধার


প্রকাশিত: ০৬:৩০ এএম, ০৪ জুন ২০১৫

চীনের ইয়াংজি নদীতে টর্নেডোতে জাহাজ ডুবির ঘটনায় ৬৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো ৩৭০ জনেরও বেশি আরোহী নিখোঁজ রয়েছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আর কাউকে জীবিত পাওয়ার আশাও ক্ষীণ হয়ে আসছে। খবর রয়টার্স।

এদিকে, নিহত ও নিখোঁজদের পরিবারের ক্ষুব্ধ সদস্যদের মিছিল পুলিশি কর্ডন ভেঙে ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে। উদ্ধার অভিযান তদারকি করতে যাওয়া খোদ চীনা প্রধানমন্ত্রী লি খা ছিয়াং  উদ্ধার ও তল্লাশি অভিযানের ‘সর্বশেষ তথ্য নিয়মিতভাবে স্বচ্ছতার সঙ্গে’ প্রকাশের নির্দেশ দিয়েছেন। উদ্ধারকাজে যথাযথ কর্মী ও তহবিল যোগানোর আশ্বাসও দিয়েছেন তিনি।

 উল্লেখ্য, সোমবার রাতে টর্নেডোতে ৪৫৮ জন আরোহী নিয়ে কয়েক মিনিটেই উল্টে যায় পর্যটকবাহী ইস্টার্ন স্টার নামের চারতলা জাহাজটি। ঘটনাটি ৭০ বছরের মধ্যে চীনের সবচেয়ে প্রাণঘাতী নৌদুর্ঘটনায় পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, জাহাজটি ১১ দিনের এক প্রমোদ ভ্রমণে পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিং থেকে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর চোংকিংয়ে যাচ্ছিল। কর্তৃপক্ষের প্রকাশিত এক তালিকায় দেখা গেছে, জাহাজটির যাত্রীদের মধ্যে তিন বছর থেকে শুরু করে ৮০ বছরেরও বেশি বয়সী যাত্রী ছিলেন।  
 
এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।