গিনিস বুকে লম্বা জিভের রেকর্ড


প্রকাশিত: ১২:০৭ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৪

কথায় বলে জিনিসটা দেখলে জিভে জল আসে। আর এর জিভ দেখলে চোখ কপালে ওঠে। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে লম্বা জিভের নতুন গড়লেন ক্যালিফোর্নিয়ার কমেডিয়ান অভিনেতা স্টোয়েবেয়ার্ল।

তাঁর জিভের দৈর্ঘ্য ৩.৩৯ ইঞ্চি। স্টোয়েবেয়ার্লে ভাঙলেন স্টিফেন টেলরের বিশ্বরেকর্ড। এতদিন স্টিফেনের ৩.৮৬ ইঞ্চির জিভটাই ছিল বিশ্বের সবচেয়ে দীর্ঘতম। চিনা প্রবাদে বলে একটা ৩ ইঞ্চির জিভ সাত ফুট মানুষকেও ধরাশায়ী করতে পারে। তাহলে স্টোয়েবেয়ার্লের জিভকে নিয়ে কী বলা যায়!

গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ২০১৫ সংখ্যায় (৬৭তম সংস্করণ) স্টোয়েবেয়ার্লের লম্বা জিভের পাশাপাশি ঠাঁই পেয়েছে আরও বেশ কয়েকটি রেকর্ড। যেমন বাইসাপ দিয়ে সবচেয়ে বেশি আপেল ভাঙা। বিড়ালের লম্বা ঝাঁপ, সবচেয়ে বড় ইলেকট্রিক গিটার, সবচেয়ে লম্বা টিনেজার, সবচেয়ে ছোট বিড়াল প্রভৃতি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।