ওবামার রেকর্ড ভাঙা টুইট

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৪ এএম, ১৭ আগস্ট ২০১৭

যুক্তরাষ্ট্রের শার্লটসভিলে সহিংসতা ঘিরে দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা যে টুইটটি করেছেন সেটি টুইটারের ইতিহাসে লাইকের সংখ্যায় অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে।

বলা হচ্ছে, টুইটারের ইতিহাসে কোনো টুইট এর আগে এত লাইক পায়নি।

১২ আগস্ট করা টুইটটিতে ১৭ আগস্ট সকাল পর্যন্ত ৪০ লাখ লাইক পড়েছে।

শার্লটসভিলে সংঘর্ষের পর ভিন্ন বর্ণের তিনটি শিশুর ছবি দিয়ে ক্যাপশনে নেলসন ম্যান্ডেলার একটি উক্তি দিয়ে টুইটটি করেছিলেন তিনি।

টুইটে ম্যান্ডেলার যে উক্তিটি ওবামা ব্যবহার করেছেন সেটি হলো- ‘কোন শিশুই অন্য কারো বর্ণ, ধর্ম কিংবা অতীতকে ঘিরে ঘৃণা নিয়ে জন্মায় না।’

এর আগে সর্বোচ্চ লাইক পাওয়া টুইটটি করেছিলেন আরিয়ানা গ্রান্ডে। ওই টুইটের বিষয় ছিল ম্যাঞ্চেস্টারের সন্ত্রাসী হামলা।

পরে আরও দুটি টুইট করেছিলেন ওবামা। এর একটি লেখা হয়েছে, মানুষের অবশ্যই ঘৃণা করতে শেখা উচিৎ, কারণ তারা যদি ঘৃণা করা শিখতে পারে তবে তাকে ভালোবাসাও শেখানো যাবে।

অপর একটি টুইটে ম্যান্ডেলার আরেকটি উক্তি ব্যবহার করেন ওবামা।

টুইটারে বারাক ওবামার অনুসারীর সংখ্যা ৯ কোটি ৩৩ লাখ মানুষ।

সূত্র : নিউ ইয়র্ক টাইসম ও বিবিসি।

এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।