সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামের স্ত্রীর ইন্তেকাল


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ০৩ জুন ২০১৫

সাবেক তথ্য ও বাণিজ্যমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলামের স্ত্রী আনোয়ারা সুফিয়া ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ইউনাইডেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

আনোয়ারা সুফিয়া ইসলাম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্বামী, দুই ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আনোয়ারা সুফিয়া ইসলাম ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবুর মাতা।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এক বিবৃতিতে আনোয়ারা সুফিয়া ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মরহুমার প্রথম নামাজে জানাজা বুধবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। পরে মরহুমার মরদেহ বারিধারার বাসভবনে রাখা হয়। বৃহস্পতিবার বাদ জোহর মরহুমার দ্বিতীয় জানাজা শেষে শামসুল ইসলামের মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর সুখবাসপুরে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

এদিকে আনোয়ারা সুফিয়া ইসলামের মৃত্যুর খবর জেনে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহাবুবুর রহমান ও বেগম সরোয়ারী রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা শামসুল ইসলামের রাজধানীর বাসভবনে গিয়ে তাকে সমবেদনা জানান।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।