ফ্রান্সের অস্ত্র রফতানি ২০১৪ সালে সর্বোচ্চ
ফ্রান্সের অস্ত্র রফতানি ২০১৪ সালে ১৮ শতাংশ বেড়েছে। যা গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফান্স গত বছর ৯ দশমিক এক বিলিয়ন ডলার অস্ত্র বিক্রি করে। ২০১৫ সালেও এ ধারা অব্যাহত রয়েছে। চলতি বছর দেশটি মিশরের কাছে ২৪ রাফাল কমব্যাট জেট এবং একই পরিমাণ কাতারের কাছে বিক্রি করছে। এর ফলে বিশ্বে অস্ত্র রফতানির ক্ষেত্রে ফ্রান্স চতুর্থ অবস্থানে দাঁড়িয়েছে। রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পরেই ফ্রান্সের অবস্থান।
গত ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ফ্রান্সের প্রধান অস্ত্র বাজার ছিল মধ্যপ্রাচ্য। এর পরই রয়েছে এশিয়া। ফ্রান্সের কাছ থেকে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি অস্ত্র ক্রয় করে সৌদি আরব।
একে/আরআই