পর্তুগালে ধর্মীয় অনুষ্ঠানে গাছ পড়ে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১৫ আগস্ট ২০১৭

পর্তুগালে এক ধর্মীয় অনুষ্ঠানে গাছ পড়ে অন্তত ১১ জন নিহত এবং এক ডজনেরও বেশি লোক আহত হয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পর্তুগীজ দ্বীপ মাদেইরাতে। খবর বিবিসির।

এক ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে গাছটি পড়ে যাচ্ছে। ফানচাল শহরের ওই ধর্মীয় অনুষ্ঠানে লোকজন তখন অনুষ্ঠান উপভোগ করছিল।

পর্তুগিজ সংবাদমাধ্যম আরটিপি জানিয়েছে, নিহতদের মধ্যে দু'জন শিশুও রয়েছে। পড়ে যাওয়া ‘ওক’ গাছটি দুইশ বছর বয়সী বলে সংবাদে জানানো হয়। দুর্ঘটনার পর আহতদের সেবা দিতে জরুরি সেবা প্রদানকারী কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

ওই এলকাটি এমনিতেই পর্যটকদের কাছে জনপ্রিয়। ধারণা করা হচ্ছে লোকজন রোমান ক্যাথলিক ফিস্ট উদযাপন অনুষ্ঠান উপভোগের জন্য সেখানে ভিড় জমিয়েছিল। তারপরই ওই দুর্ঘটনা ঘটে।

সূত্র : বিবিসি

কেএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।