ফিলিস্তিনি ভবন গুড়িয়ে দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১২ পিএম, ১৫ আগস্ট ২০১৭

অধিকৃত পূর্ব জেরুজালেমের পার্শ্ববর্তী ঈসাইয়া এলাকায় ফিলিস্তিনিদের ভবন ভেঙে ফেলেছে ইসরায়েলি বাহিনী। ১০ বছর আগের তৈরি ওই ভবন মঙ্গলবার সকালে ভেঙে ফেলা হয়।

বার্তা সংস্থা মা’য়ানকে স্থানীয়রা জানান, ফিলিস্তিনি নাগরিক আবদুল্লাহ হামদান ওই বাড়িটি তৈরি করেছিলেন। ইসরায়েলি পুলিশ বুলডোজার দিয়ে ওই ভবন ভেঙে গুড়িয়ে দিয়েছে। ভেঙে ফেলা ভবনের নিচতলায় দোকানপাট এবং দোতলায় লোকজন বসবাস করতো।

ভবনটি ভেঙে ফেলার কারণে কত সংখ্যক ফিলিস্তিনি পরিবার ঘরছাড়া হয়েছে তা নির্দিষ্টভাবে জানা যায়নি। স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী ১০ বছর অাগে ওই ভবনটি আবদুল্লাহ হামদান নির্মাণ করেছিলেন।

তবে ভবনটি ভেঙে ফেলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি জেরুজালেম পৌরসভার মুখপাত্র।

সূত্র : মিডল ইস্ট মনিটর।

কেএ/এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।