চাকরির ইন্টারভিউ দিতে পোশাক চুরি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১৪ এএম, ১৫ আগস্ট ২০১৭

কানাডার টরন্টো শহরে ওয়ালমার্ট সুপারস্টারের এক দোকানে গত সোমবার কাপড় চুরি করতে গিয়ে ধরা পড়েন এক তরুণ। দোকানের কর্মচারীরা পুলিশে খবর দেয়ার পর যে পুলিশ কর্মকর্তা ঘটনাটি তদন্ত করতে আসেন তিনি ১৮ বছর বয়সী আসামীর সঙ্গে কথা বলেন।

ওই তরুণের সঙ্গে কথা বলে পুলিশ কর্মকর্তার মায়া হয়। তিনি তাকে গ্রেফতার না করে নিজের টাকায় পোশাক কিনে দেন।

পুলিশ কর্মকর্তা নিরান জয়ানেসান জানিয়েছেন, ওই তরুণ চাকরির ইন্টারভিউ দিতে দোকান থেকে পোশাক চুরি করেছিলেন। পরে তার কিনে দেয়া পোশাক পরে ঐ তরুণ চাকরির ইন্টার্ভিউ দিয়েছেন এবং চাকরিটাও পেয়ে গেছেন।

তিনি বলেন, সে আমাকে জানিয়েছে আমার দেয়া শার্ট, টাই পরে সে ইন্টার্ভিউ দিয়েছে এবং সোমবার থেকে চাকরিতে যোগ দিয়েছে।

তিনি জানান, ঐ বেকার তরুণ এক কঠিন সময় পার করছিলেন। বাড়িতে বাবা অসুস্থ। পরিবারের কোন রোজগার ছিল না। চাকরি করে সে তার অবস্থার পরিবর্তন ঘটাতে চাইছিল।

ছেলেটিকে গ্রেফতার করা হলে তাতে কারোরই কোনো লাভ হতো না। পুলিশ কর্মকর্তা নিরান জানান, আমাদের দায়িত্ব হলো এমন কাজ করা যাতে লোকজন আমাদের আদর্শ ভেবে অনুসরণ করে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।