ছিটমহল বিনিময়ে ভারতের কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি


প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০২ জুন ২০১৫
ফাইল ছবি

বাংলাদেশ-ভারতের মধ্যকার ছিটমহল বিনিময় নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের কেন্ত্রীয় সরকার। মঙ্গলবার দেশটির রাষ্ট্রপতি ভবনে স্বাক্ষরের পর বিজ্ঞপ্তিটি জারি করা হয়।

ইতিমধ্যেই এ বিষয়ে বাংলাদেশ-ভারতের ১৬২টি ছিটমহলের বাসিন্দারা আনন্দ প্রকাশ করেছেন। কুচবিহার সংলগ্ন বাংলাদেশের ৫১টি ছিটমহলে উত্তোলিত হয়েছে ভারতের জাতীয় পতাকা। বাংলাদেশ ঘেরা ভারতের ছিটমহলে উত্তোলন করা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা।

গতমাসেই বিলটি ভারতের সংসদে পাশ হয়। মঙ্গলবার প্রকাশিত হয় গেজেট আকারে।

এ বিষয়ে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির আইন উপদেষ্টা আহসান হাবিব জানান, খুব শিগরিই দুই দেশের ছিট মহলের মানুষ নাগরিক অধিকার পাবেন।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।