নোবিপ্রবির উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. এম অহিদুজ্জামান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ও শিক্ষাবিদ ড. এম অহিদুজ্জামানকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজ করছেন।
বিকেলে গণমাধ্যমে পাঠানো তার একান্ত সচিব জুবায়ের হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আগামী চার বছর তিনি নোবিপ্রবিতে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক অহিদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। ১ম শ্রেণীতে ১ম স্থান সহকারে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে এমএড (শিক্ষা প্রশাসন) এবং ডিপ-ইন-এড (১ম শ্রেণী) ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাবিদ অধ্যাপক ড. ডব্লিউ জে মরগারেন অধীনে তিনি যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে কৃতিত্বের সঙ্গে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আইইআর-এর অধ্যাপক রওশন আরা চৌধুরীর অধীনে মাস্টার্স থিসিস করেন।
দেশ-বিদেশে তার একাধিক গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। একজন গবেষক হিসেবে তিনি ইংল্যান্ডের ওয়ারউইক, নটিংহাম, নিউজিল্যান্ডের ক্যান্টরবেরি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তথা ইউনেস্কোর সঙ্গে গবেষণার কাজ করেছেন। বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও কনফারেন্সে তিনি বাংলাদেশ ও উপমহাদেশকে প্রতিনিধিত্ব করেন। পাশাপাশি তিনি এসকল সেমিনার কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপন করেছেন।
ড. অহিদুজ্জামান ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু’র ‘সম্পাদক’ নির্বাচিত হন। যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হয়েছিলেন।
এছাড়াও ইউনেস্কো কর্তৃক পরিচালিত একটি আন্তর্জাতিক গবেষণার (কোয়ালিটি অ্যান্ড স্টাচু অব ফিমেল টিচার অ্যান্ড দেয়ার ইমপেক্ট অন ইএফএ ইন এশিয়া) টিম লিডার হিসেবেও কাজ করেছেন।
এমএইচ/বিএ/আরআই