ডব্লিউটিও সভায় যোগ দিতে প্যারিস যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্যারিসে অনুষ্ঠেয় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদস্যভুক্ত দেশ সমূহের বাণিজ্যমন্ত্রী পর্যায়ে অনানুষ্ঠানিক সভায় যোগ দিতে বুধবার সকালে প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। বৃহস্পতিবার এ সভা অনুষ্ঠিত হবে।
উল্লিখিত সভায় যোগদানের জন্য সভার কো-চেয়ারম্যান অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রীর আমন্ত্রণে তোফায়েল আহমেদ এ সভায় যোগদান করছেন। অস্ট্রেলিয়া এবং কেনিয়ার বাণিজ্যমন্ত্রী যৌথভাবে এ সভায় সভাপতিত্ব করবেন।
সভায় দোহা ডেভেলপমেন্ট এজেন্ডার অনিষ্পন্ন বিষয়ে নেগোশিয়েশন শুরুর কৌশল নির্ধারণ এবং পোস্ট বালি ওয়ার্ক প্রোগ্রামের আলোচ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আগামী ডিসেম্বরে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ডব্লিউটিও‘র ১০ম মিনিস্ট্রেরিয়াল সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ বর্তমানে ডব্লিউটিও‘তে স্বল্পোন্নত দেশের কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছে এবং স্বল্পোন্নত দেশের অনুকূলে ইতোমধ্যে বালি মিনিস্ট্রেরিয়াল মিটিংয়ের সকল সিদ্ধান্তের বাস্তবায়ন এবং দোহা রাউন্ডে অন্তর্ভুক্ত অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের নেগোসিয়েশনে সক্রিয় ভূমিকা পালন করছে।
এ ক্ষেত্রে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। তোফায়েল আহমেদ সভায় শেষে আগামী ৫ জুন দেশে ফিরবেন।
এসএ/বিএ/আরআই