বাংলাদেশে অস্ত্র পাচারকালে পশ্চিমবঙ্গে গ্রেফতার ১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩১ এএম, ১৪ আগস্ট ২০১৭

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই অস্ত্রের চালানসহ এক ব্যক্তিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড থেকে ওই অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।

উদ্ধার হওয়া অস্ত্র বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল বলে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে বহরমপুর থানা পুলিশ।

বহরম পুলিশ স্টেশনের ইন্সপেক্টর ইনচার্জ জানান, আটক ধীরেন হালদারের (৩৮) বাড়ি নদিয়া জেলার তেহাট্টা থানার সারডাঙা এলাকায়। তার কাছ থেকে তিনটি পাইপগান, পাঁচটি অত্যাধুনিক ৭ দশমিক ৬৫ বোরের পিস্তল, ১০টি ম্যাগজিন ও একশ ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আগে থেকেই এলাকায় কড়া নিরাপত্তা এবং পুলিশি টহল বাড়িয়ে দেয়া হয়েছে। এর মধ্যে গ্রেফতার ওই ব্যক্তির কাছ থেকে অস্ত্রের পাশাপাশি নগদ এক লাখ টাকাও উদ্ধার করা হয়েছে।

পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে হালদার জানিয়েছেন, এসব অস্ত্র বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল তার। অস্ত্র পাচারের অভিযোগে হালদারকে সোমবার বহরমপুর আদালতে হাজির করা হয়। আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে পুলিশি হেফাজতে পাঠিয়েছে।

সূত্র : আইএএনএস।

কেএ/এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।