পাকিস্তানের জাতীয় সঙ্গীত গেয়ে ভারতীয় ব্যান্ডের উপহার
ভারত-পাকিস্তান বিরোধ সম্পতি চরমে পৌঁছেছে। কাশ্মীর ইস্যুতে প্রায় উত্তেজনা বিরাজ করে দু’দেশের মধ্যে। এমন সম্পর্কের মাঝে এক অভিনব সৌভ্রাতৃত্বের নজির তৈরি করলো ভারতীয় মিউজেক ব্যান্ড ‘অ্যাকাপেলা ব্যান্ড ভক্সকর্ড’।
পাকিস্তানের স্বাধীনতা দিবস আজ (১৪ আগস্ট)। আর তার একদিন পরেই (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উদযাপনের অভিনব ভাবনাতেই মিউজিক ব্যান্ডের পাঁচ শিল্পী তৈরি করলেন সৌভ্রাতৃত্বের এক আলাদা নজির। সোমবার (১৩ আগস্ট) পাকিস্তানের জাতীয় সঙ্গীত গেয়ে তাদেরকে ‘জন্মদিনে’র উপহার দিয়েছেন ভারতীয় এ ব্যান্ড দলটি।
কোনো রকম বাদ্যযন্ত্র ছাড়াই পাকিস্তানের জাতীয় সঙ্গীত গেয়েছেন ভারতীয় ব্যান্ডটি। শিল্পীরা জানিয়েছেন, প্রতিবেশী দেশ পাকিস্তানকে এমন একটি উপহারের মাধ্যমে নিজেদের দেশের ৭০তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চান তারা।
আরএস/জেআইএম