৭ শতাধিক অভিবাসীকে বাংলাদেশে পাঠাচ্ছে মিয়ানমার


প্রকাশিত: ১০:৪৫ এএম, ০২ জুন ২০১৫

পাচারের শিকার ৭২৭ জন অভিবাসীসহ আটক একটি নৌকা মিয়ানমারের নৌবাহিনীর পাহারায় বাংলাদেশের জলসীমার দিকে পাঠিয়ে দিচ্ছে দেশটির সরকার। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দেশটির তথ্যমন্ত্রী ইয়ে হুতুত-এর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গত শুক্রবার আন্দামান সাগরে আটক ওই নৌকার আরোহীরা বাংলাদেশে যেতে চান, মিয়ানমারে নয়। তবে ওই নৌকার আরোহীরা কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছুই জানাননি তথ্যমন্ত্রী ইয়ে হুতুত।

তিনি আরো বলেছেন, মিয়ানমারের নৌবাহিনী তাদেরকে বাংলাদেশের জলসীমায় নিয়ে আসবে। নৌকার আরোহীদের সঙ্গে পানি ও খাবার দেওয়া হবে। আর এটা তাদের (নৌকার আরোহী) ইচ্ছাতেই করা হচ্ছে।  

শুক্রবার মিয়ানমারের দক্ষিণ উপকূলে ওই নৌকাটি আটকের পর দেশটির সরকার আরোহীদের ‘বাঙালি’ বলে দাবি করে আসছে।

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, এর আগেও মিয়ানমার আরেকটি নৌকা থেকে প্রায় ২০০ জনকে উদ্ধারের পর তাদের বাংলাদেশি বলে দাবি করে। তারা রোহিঙ্গাদের আড়াল করে আরোহীদের বাংলাদেশি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল।

এ বিষয়ে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, মিয়ানমারের উচিত রোহিঙ্গাদের প্রতি বৈষম্যমূলক আচরণ পরিহার করা।

এসএইচএস/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।