রোজা রাখতে কষ্ট হবে সৌদি আরবে
আসছে পবিত্র রমজান মাসে সৌদি আরবের বেশ কয়েকটি এলাকায় তাপমাত্রা হবে ৬৫ ডিগ্রি সেলসিয়াস। এমন উষ্ণ আবহাওয়ায় রোজা রাখতে কষ্ট হবে সৌদিবাসীদের।
সোমবার দেশটির স্থানীয় একটি পত্রিকায় এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে আবহাওয়াবিদ আব্দুর রহমান আল ঘামদি বলেন, রমজান মাসে সৌদি আরবে তাপমাত্রা ৫০ ডিগ্রি থেকে ৬৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। অসহনীয় হয়ে পড়বে মানুষের জীবনযাত্রা।
আল ঘামদি বলেন, এ বছরের ২১ জুন গ্রীষ্মকাল উত্তর গোলার্ধ দিয়ে প্রবেশ করবে আর তখন সূর্য কর্কটক্রান্তির ওপর উলম্ব অবস্থান করবে। আর এ কারণে সৌদি আরবের বিভিন্ন স্থানে অতিরিক্ত গরম অনুভূত হবে।
এ ছাড়া ভারতীয় আবহাওয়ার মতো বাতাসে আর্দ্রতা বেশি হওয়ার সম্ভাবনা থাকায় গরমের পরিমাণ মাত্রাতিরিক্ত হওয়ার সম্ভাবনা আছে। গরম বেশি হওয়ার আরো একটি কারণ হলো, অতিমাত্রায় কার্বন নিঃসরণ হওয়া।
এর আগে ১৯৮৩ সালে ক্যালিফোর্নিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস।
এলএ