ফিলিপাইনে ৬.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৭ এএম, ১১ আগস্ট ২০১৭

ফিলিপাইনের উত্তরাঞ্চলের দ্বীপ লুজনে ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী ম্যানিলাতেও কম্পন অনুভূত হয়েছে।

শুক্রবার এ ভূমিকম্প আঘাত হানার আতঙ্কিত লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইউএস জিওলোজিক্যাল সার্ভে বলছে, মাটির ১৬৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

ভৌগলিকভাবে সক্রিয় প্যাসিফিক রিং অব ফায়ারে অবস্থানের কারণে ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।

সূত্র: খালিজ টাইমস।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।