পছন্দের চাকরি না পেয়ে আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০৯ আগস্ট ২০১৭

পছন্দের চাকরি না পাওয়ায় হতাশা থেকে আত্মহত্যা করলেন এক চাকরিপ্রার্থী। ভারতের দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে এ ঘটনা ঘটেছে।

বুধবার সোনারপুরে ওই চাকরিপ্রার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। পছন্দ মতো চাকরি না পাওয়ায় আত্মঘাতী হওয়ার পথ বেছে নিয়েছেন বলে দাবি করেছে নিহত তরুণের পরিবার।

নিহত ওই চাকরিপ্রার্থীর নাম অতনু মিস্ত্রি (৩০)। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সোনারপুরের নতুনপল্লীর বাসিন্দা অতনু ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। মঙ্গলবার চাকরির জন্য বেসরকারি একটি সংস্থায় ইন্টারভিউ দিতে যান তিনি।

পরিবারের দাবি, সেখানে তাকে হাউস কিপিংয়ের কাজের জন্য বলা হয়। পরে বাড়িতে ফিরে মা’কে বিষয়টি জানান তিনি। রাতে নিজের ঘরে টিভি চালিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে।

সূত্র : এবিপি আনন্দ।

এসআইএস/আই্আই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।