ফোনালাপে আর নজরদারি করবে না যুক্তরাষ্ট্র


প্রকাশিত: ০৩:১৮ এএম, ০১ জুন ২০১৫

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটরদের মধ্যকার দ্বন্দ্বে মার্কিন নাগরিকদের ফোনালাপের ওপর নজরদারি বন্ধ করতে চলেছে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। রোববার স্থানীয় সময় মধ্যরাত থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। খবর বিবিসি।

রোববারের ছুটির দিনেও আলোচনায় বসে সিনেটররা ফোনে নজরদারির এ প্রক্রিয়া আরো দীর্ঘায়িত করা উচিত কিনা সে বিষয়ে দীর্ঘসময় ধরে বিতর্ক করেন। তবে, শেষ পর্যন্ত কোনো ঐক্যমতে পৌঁছতে ব্যর্থ হয়েছেন তারা।

প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সিআইএ প্রধান বলেছেন নজরদারি সংক্রান্ত ব্যবস্থাটি নবায়ন না করা হলে তা সন্ত্রাসীদের কর্মকাণ্ডের প্রতি নজর রাখার প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করবে।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।