রাক্কায় মার্কিন বিমান হামলায় নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৯ এএম, ০৯ আগস্ট ২০১৭

 

সিরিয়ায় উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) অধিকৃত এলাকায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ২৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে ৯ নারী ও ১৪ শিশু রয়েছে।

ওই অভিযানে আহত হয়েছেন আরও অনেকে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

একটি যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা গত সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র জোটের ওই হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

এদিকে, সংস্থাটি জানিয়েছে, বিমান হামলায় নিহতদের মধ্যে ১৪ জনই একই পরিবারের সদস্য। তারা পালমিরা থেকে রাক্কায় পালিয়ে যাচ্ছিলেন।

সিরিয়ায় আইএসের সবেচেয়ে সুরক্ষিত অঞ্চল রাক্কা থেকে তাদের বিতাড়িত করতে দীর্ঘদিন ধরে যুদ্ধ করে আসছে মার্কিন সমর্থিত আরব-কুর্দি জোট। এরইমধ্যে ওই অঞ্চলের ৪৫ ভাগ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আরব-কুর্দি জোট।

তবে এ বিমান হামলা নিয়ে মার্কিন জোটের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০১৪ সাল থেকে চলতি জুলাই পর্যন্ত আইএসের এলাকায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৬০০ জনের মৃত্যু হয়েছে বলে জোটের দাবি। তবে স্থানীয় ও অন্যান্য পর্যবেক্ষকদের মতে, মার্কিন জোটের বিমান হামলায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি।

এসআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।