ঢাকা-মাওয়া মহাসড়কে বাস ধর্মঘট প্রত্যাহার
ঢাকা-মাওয়া মহাসড়কে বাস ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ সড়ক ফেডারেশন শ্রমিক ইউনিয়ন । বিআইডব্লিউটিএ টোল আদায় স্থগিত করায় রোববার সন্ধ্যায় এ ধর্মঘট প্রত্যাহার করে নেয় সংগঠনটি।
এর আগে মাওয়া বাস মালিক কল্যাণ সমিতি ও বাংলাদেশ সড়ক ফেডারেশন শ্রমিক ইউনিয়ন শিমুলিয়া ঘাটে বাস প্রতি ৪০ টাকা টোল আদায় ও স্বাধীন নামে একটি পরিবহনকে নিয়মনীতি না মেনে চলাচলের অনুমতি দেওয়ার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়। এতে করে সকাল থেকে লোকাল বাস চলাচল না করায় সাধারণ যাত্রীরা পড়েছে চরম ভোগান্তীতে। তবে দূরপাল্লার বাস চলাচল এ ধর্মঘটের আওতামুক্ত ছিল।
লৌহজং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিজাউল হক জানান, সকাল থেকে বাস ধর্মঘট চলছিল। বাস মালিকদের সাথে কথা বলে তাদের দাবিগুলো ফ্যাক্সের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে কর্তৃপক্ষ টোল আদায় স্থগিত করলে সন্ধ্যা হতে বাস চলাচল শুরু হয় ঢাকা-মাওয়া মহা সড়কে।
উল্লেখ্য, গত ২৪ মে রোববার একই দাবিতে ঢাকা-মাওয়া রুটে বাস ধর্মঘটের ঢাক দিলেও পরে তা স্থানীয় সরকার দলীয় রাজনৈতিক নেতাদের আশ্বাসের পরিপেক্ষিতে পত্যাহার করে নেয় বাস মালিক কর্তৃপক্ষ। কিন্তু কোনো প্রকার ফলাফল না পেয়ে তারা রোববার থেকে আবারো ধর্মঘটের ডাক দেয়।
শেখ সাইদুর রহমান টুটুল/এআরএ/আরআইপি