তেল শেষ হলে সৌদির উপার্জনের পথ কী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৩ এএম, ০৮ আগস্ট ২০১৭

শেষ হয়ে আসছে তেল। তারপর কী হবে ? এরপরে কী হবে উপার্জনের পথ। তেল শেষ হলে কি হবে তার বিকল্প উপায় ভেবে ফেলেছে সৌদি আরব।

তেলের বিকল্প উপার্জন হিসেবে তারা বেছে নিয়েছে মরুভূমির বালিকে। ইতোমধ্যেই মরুভূমিতে শহর তৈরির পরিকল্পনাও সেরে ফেলেছেন তারা।

পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট এলাকাও চিহ্নিত করা হয়েছে। গত মাসেই সৌদি মরুভূমিতে শহর তৈরির দুটি পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে।

দু’টি শহর তৈরির জন্য যে বিপুল পরিমাণ মরুভূমি চিহ্নিত করা হয়েছে, তার একটির আয়তন বেলজিয়ামের থেকে বেশি, দ্বিতীয়টির আয়তন প্রায় মস্কোর সমান। দু’টিতেই একাধিক বিনিয়োগের কথা ঘোষণা করা হয়েছে।

বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বিনোদন, শিল্প, পর্যটন, অর্থিক আদানপ্রদানে। প্রায় ৬ হাজার সাতশ কোটি টাকা বিনিয়োগ করা হবে শহর দু’টি তৈরিতে। তবে অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে প্রকল্পের কাজ।

ধীর গতিতে কাজ চলছে বলে জানিয়েছেন আবু ধাবি কমার্শিয়াল ব্যাংক পিজেএসসির প্রধান অর্থনীতিবিদ মণিকা মালিক। সৌদি ভিশন ২০৩০ নামে এই প্রকল্পটি এপ্রিলেই ঘোষণা করা হয়েছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।