২০ দিন অনশন অতঃপর বিয়ে!
রাজশাহীর গোদাগাড়ীতে বিয়ের দাবিতে আদিবাসী অন্তঃসত্তা কলেজ ছাত্রীর ২০ দিন অনশনের পর অবশেষে তার বিয়ে হয়েছে। শুক্রবার রাতে আদিবাসী সাঁওতাল ধর্মের রীতি মেনে ওই ছাত্রীর সঙ্গে তার কথিত প্রেমিক প্রশান্তর বিয়ে হয়।
এ নিয়ে জানতে চাইলে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জাগো নিউজকে বলেন, বিষয়টি পুলিশ জানার পর পলাতক প্রশান্তকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য তার পরিবারকে চাপ দেয়। এরপর শুক্রবার বিকেলে প্রশান্ত বাড়ি ফেরেন। পরে স্থানীয় গ্রাম্য মাতব্বররা গ্রাম্য শালিশ শেষে ওই দিন রাত ১০টার দিকে প্রশান্তর সঙ্গে ওই কলেজ ছাত্রীর বিয়ে দেন। রোববার আদালতে তাদের বিয়ের রেজিস্ট্রি করার কথা রয়েছে।
এর আগে উপজেলার চম্পকনগর গ্রামের বিষ্ট পদ`র ছেলে প্রশান্ত পদ`র সঙ্গে তার পাঁচ বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল। এই সুযোগে প্রেমিক প্রশান্ত তার সঙ্গে একাধিক বার দৈহিক সম্পর্ক স্থাপন করেন। তিনি অন্তঃসত্তা হয়ে পড়লে প্রেমিক প্রশান্ত তাকে অস্বীকার করে এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে বাধ্য হয়ে তিনি গত ১০ মে থেকে বিয়ের দাবিতে প্রেমিক প্রশান্তর বাড়িতে অনশন শুরু করেন। এরপর স্থানীয় প্রশাসন ওই আদিবাসী ছাত্রীর বিয়ের জন্য প্রেমিক প্রশান্তর পরিবারে চাপ সৃষ্টি করে।
শাহরিয়ার অনতু/এমজেড/এমএস