টয়লেট পেপারে ট্রাম্পের টুইট

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০৫ আগস্ট ২০১৭

টয়লেট পেপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট প্রিন্ট করে অনলাইনে বিক্রি করছে কেনাবেচার আন্তর্জাতিক জায়ান্ট প্রতিষ্ঠান অ্যামাজন।

খুচরা বিক্রেতারা টয়লেট পেপারে ট্রাম্পের টুইটের বিষয়ে বলেন, ট্রাম্পের সবচেয়ে আলোচিত ১০টি টুইট মুদ্রণ করা হয়েছে এই টয়লেট পেপারে। ফ্লাশ হওয়ার যোগ্য এধরনের টুইটার ফিড আর নেই; এটি অত্যন্ত চমৎকার।

ট্রাম্পের টুইট সম্বলিত এই টয়লেট পেপার স্টক করছেন। শুক্রবার স্টকে থাকা সব পেপারের অনলাইনে বিক্রির অর্ডার পেয়েছে অ্যামাজন। প্রত্যেকটি টয়লেট পেপার বিক্রি হচ্ছে ৯.৯৯ ডলারে (বাংলাদেশি ৮০৯.৬৯ টাকা)।

তবে ট্রাম্পের মুখায়ব সম্বলিত টয়লেট পেপারের মূল্য আরো বেশি। টুইট টয়লেট পেপারের চেয়ে প্রায় ৩ ডলার বেশি দামে বিক্রি (প্রায় ১২ ডলার) হচ্ছে ওই পেপার।

২০১৪ সালে ট্রাম্পের টুইট করা একটি বার্তা টুইট সম্বলিত টয়লেট পেপারে দেখা যায়। এতে ট্রাম্প বলেছিলেন, আপনি কি মোটাদাগে অযোগ্য একজন প্রেসিডেন্টকে অভিশংসন করতে পারেন।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।