মামলা করলেন সানি লিওন


প্রকাশিত: ০৩:১১ পিএম, ৩০ মে ২০১৫

নিজের ‘অন্ধকার অতীত’ নিয়ে থানায় মামলা দায়ের করেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। নিজের অতীত জীবনের একটি বিব্রতকর ভিডিও নিয়ে শনিবার মুম্বাইয়ের একটি থানায় মামলা দায়ের করেন তিনি।

সাইবার ক্রাইম তদন্ত কর্মকর্তা জগদীশ সাওয়ান্তের কাছে তিনি নিজের বিবৃতি রেকর্ড করেন। এসময় তিনি বলেন, সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পরা একটি ভিডিও নিয়ে বিব্রতবোধ করছেন তিনি। যে ভিডিওটির বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন তা অনেক পুরনো বলেও পুলিশকে জানান সানি।

সাবেক এ পর্নোস্টার ও বর্তমান বলিউড অভিনেত্রী বলেন, যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়েছে তা ছিল তখনকার যখন তিনি যুক্তরাষ্ট্রে থাকতেন এবং পর্নো ইন্ডাস্ট্রিতে কাজ করতেন।

এসএইচএস/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।