মানবপাচারবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রে গ্রেফতার হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫২ এএম, ০৫ আগস্ট ২০১৭

যুক্তরাষ্ট্রে মানবপাচারবিরোধী অভিযানে এক হাজার ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। ২৮ জুন থেকে গত সোমবার পর্যন্ত চালানো বিশেষ অভিযানে ৮১ জনকে উদ্ধারও করা হয়েছে।

বেশিরভাগকেই গ্রেফতার করা হয়েছে হ্যারিস কাউন্টি, টেক্সাস এবং ওয়াশিংটনের সিয়েটল থেকে। ১৭টি রাজ্যের ৩৭টি আইন প্রয়োগকারী সংস্থা অভিযান চালিয়ে ৮১ জনকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের অনেককেই যৌনকর্মী হিসেবে বিক্রি করে দেয়ার চেষ্টা করা হচ্ছিল।

অ্যারিজোনার সরকারি কর্মকর্তারা বলছেন, অবৈধভাবে যৌন ব্যবসার প্রভাব সম্পর্কে ফোনকল, বার্তা এবং ওয়েবসাইটে তথ্য জানানোর মাধ্যমে তারা চার শতাধিক লোককে যৌনতা ক্রয়-বিক্রয়ে নিরুৎসাহিত করেছেন।

অবৈধভাবে যৌনতা ক্রয়-বিক্রয়ের ব্যাপারে ২০১১ সাল থেকে দেশটিতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আট হাজার জনকে গ্রেফতার করেছে।

সূত্র : সিএনএন

কেএ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।