সিরিয়ার বৃহৎ তেলক্ষেত্র বিদ্রোহীদের নিয়ন্ত্রণে


প্রকাশিত: ১১:০৬ এএম, ০৪ জুলাই ২০১৪

ইরাক সীমান্তে অবস্থিত সিরিয়ার সর্ববৃহৎ তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিয়েছে আইএসআইএস’র (ইসলামিক স্টেট ইন সিরিয়া অ্যান্ড দ্য লেভান্ত) সদস্যরা। আরেকটি বিদ্রোহী সংগঠন বৃহস্পতিবার তাদের হাতে তেলক্ষেত্রটির নিয়ন্ত্রণ তুলে দেয় বলে জানিয়েছে একটি পর্যবেক্ষণকারী সংস্থা। খবর আলজাজিরার।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আল-কায়েদার অর্থায়নে চলা নুসরা ফ্রন্ট গত বছর ওই তেলক্ষেত্রটির নিয়ন্ত্রণ নেয়। গত বৃহস্পতিবার তারা কোনো রকম গুলি বিনিময় ছাড়াই তেলক্ষেত্রটির নিয়ন্ত্রণ আইএসআইএস’র হাতে তুলে দেয়।

তবে সংস্থাটির দেওয়া বিবৃতিটির সত্যতা যাচাই করতে পারেনি আলজাজিরা।ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, কমান্ডার হাম্মাম নামে এক ব্যক্তি বলছেন, ‘আমরা কোনো ধরনের যুদ্ধ ছাড়াই এর (তেলক্ষেত্র) দখল নিয়েছি। তারা ইঁদুরের মতো পালিয়ে গেছে।’

মায়াদিন অঞ্চলের আল-ওমর তেলক্ষেত্রটি গত বছরের নভেম্বরে সরকারি বাহিনীর কাছ থেকে দখল নেয় নুসরা ফ্রন্ট।
সম্প্রতি নুসরা ফ্রন্ট আইএসআইএস’র বশ্যতা স্বীকার করেছে। এ ছাড়া দেশটির পূর্বাংশে বসবাসরত একটি শক্তিশালী গোত্রও আইএসআইএস’র সঙ্গে যোগ দিয়েছে।

প্রসঙ্গত, সুন্নি ভিত্তিক সংগঠনটি ইরাক ও সিরিয়ায় তাদের অধিকৃত অঞ্চলে ইসলামী রাষ্ট্র গঠনের ঘোষণা দিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।