ক্যামেরুনে শতাধিক বোকো হারাম সদস্য নিহত
ক্যামেরুনে সেনাবাহিনীর হামলায় শতাধিক বোকো হারাম সদস্য নিহত হয়েছেন। এ সময় সেনাবাহিনীর কোনো সদস্য হতাহত হননি। ক্যামেরুন সরকার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
সরকারের মুখপাত্র ইসা টিচিরোমা বাকারি সোমবার দেওয়া ওই বিবৃতিতে বলেন, নাইজেরিয়াভিত্তিক এ বিদ্রোহীরা ক্যামেরুন সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলো। সেনারা তখন বোকো হারামের ওপর ব্যাপক হামলা চালায়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বোকো হারাম যোদ্ধারা শনিবার রাতে ক্যামেরুনের ফোটোকল শহরে দুটি গুলি ছোঁড়েন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। শহরটি নাইজেরিয়া সীমান্তে অবস্থিত। তবে আল জাজিরা বলেছে, তাৎক্ষণিকভাবে সরকারের এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। সূত্র: আল জাজিরা।