গণিত ও বিজ্ঞানের শিক্ষক নেবে সিয়েরা লিওন


প্রকাশিত: ১১:৪৭ এএম, ৩০ মে ২০১৫

গণিত ও বিজ্ঞান শিক্ষক সংকটের কারণে বাংলাদেশ থেকে ওইসব বিষয়ে শিক্ষক নিতে চায় সিয়েরা লিওন। বৃহস্পতিবার কুয়েতে ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক চলাকালে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাতের সময় এই আগ্রহ দেখান সিয়েরা লিওনের পররাষ্ট্রমন্ত্রী স্ট্র্যাসার-কিং।

এসময় ইতিবাচক অবদানের জন্য বাংলাদেশি শান্তিরক্ষীদের কথা স্মরণ করে স্ট্র্যাসার-কিং বলেন,  বাংলাদেশের সাবেক শান্তিরক্ষীদের তার দেশ সফরের জন্য শিগগরিই সরকার আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠাবে।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, সিয়েরা লিওনকে সব দিক থেকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। তিনি বলেন, সিয়েরা লিওনে বাংলাদেশের পূর্ণ কূটনৈতিক মিশন খোলা হলে এতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সংহত হবে মনে করেন তিনি।

এদিকে জিবুতির পররাষ্ট্রমন্ত্রী মাহামুদ আলী ইউসুফের সঙ্গে সাক্ষাতের সময় ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান মাহমুদ আলী।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।