সালাহউদ্দিন ফিরে আসলে দেশের প্রচলিত আইনেই বিচার হবে : নৌমন্ত্রী


প্রকাশিত: ১০:২১ এএম, ৩০ মে ২০১৫
ফাইল ছবি

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, বিএনপি নেতা সালাহউদ্দিনের বিরুদ্ধে যে মামলা হয়েছে তা সে দেশে ফিরে আসলে দেশের প্রচলিত আইনেই তার বিচার হবে। মাদারীপুরের রাজৈর উপজেলার সানেরপাড়-আমগ্রাম সড়ক রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে শনিবার সকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সালাহউদ্দীনের মদদ পেয়েই সন্ত্রাসীরা বাসে পেট্রলবোমা মেরেছে, মানুষ হত্যা করেছে, শিশু হত্যা করেছে। এই বিচার দেশের আইনেই হবে।

মন্ত্রী আরো বলেন, মেঘালয়ের শিলং জেলা ম্যাজিস্ট্রেট আদালত বিএনপি নেতা সালাহউদ্দিনের জামিন বাতিল করেছে। এ নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, পৌরসভার মেয়র শামীম নেওয়াজ মুন্সীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে মন্ত্রী উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজের খোঁজ খবর নেয় এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

একেএম নাসিরুল হক/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।