ভারতে বন্যায় নিহত ১৭৫


প্রকাশিত: ১০:০৩ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৪

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৫ জনে দাঁড়িয়েছে। উধামপুর জেলার প্রত্যন্ত গ্রাম পাঞ্চেরিতে সোমবার ভূমিধসে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, উদ্ধারকাজ বন্ধ হবে না।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, সেনাবাহিনী, বিমানবাহিনী ও অন্যান্য উদ্ধারকারী দল উদ্ধার কাজ অব্যাহত রেখেছে। সোমবার পর্যন্ত দুর্গত এলাকা থেকে সাড়ে ২৩ হাজার লোক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকেই শুধু দুই হাজার লোককে উদ্ধার করা হয়েছে।

ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল দালবির সিংহ সুহাগ সাংবাদিকদের বলেছেন, বন্যাকবলিত এলাকার সর্বশেষ মানুষটি উদ্ধার না করা পর্যন্ত সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে না। এদিকে সোমবারই প্রথমবারের মতো দুর্গত এলাকায় নৌ ও মেরিন সেনা মোতায়েন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।