আজীবন সম্মাননা পাচ্ছেন সুভাষ ঘাই


প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ২৯ মে ২০১৫

তিনি ভারতীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তিদের একজন। তার হাত ধরে তৈরি হয়েছে অসংখ্য জনপ্রিয় ছবি। বলছি গুণী নির্মাতা সুভাষ ঘাইয়ের কথা। দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতিস্বরুপ এবার তিনি পেতে চলেছেন ‘আইফা লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার।

আগামী ৫ জুন ‘ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি’ (আইফা)-র পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হতে চলেছে কুয়ালালামপুরে। সেখানেই এই পুরষ্কারে সম্মানিত করা হবে সুভাষ ঘাইকে।

সত্তর বছরের এই চিত্র পরিচালকের ঝুলিতে রয়েছে বেশ কিছু অনবদ্য ছবি। তার মধ্যে উল্লেখযোগ্য ‘কালীচরণ’, ‘কর্জ’, ‘হিরো’, ‘রাম-লক্ষণ’, ‘তাল’ প্রভৃতি।

‘আইফা’র মুখপাত্র আন্দ্রে টিমমিন্স জানিয়েছেন, ভারতীয় চলচ্চিত্রে এই মহান চিত্রপরিচালকের অবদান অপরিসীম। অনেক নবীন প্রতিভাকে খুঁজে বের করে ছবিতে সুযোগ করে দিয়েছেন তিনি।  তাই তাকে এই বিশেষ সম্মানটির জন্য মনোনীত করা হয়েছে।

পুরস্কারটি তার হাতে তুলে দেবেন তারই ব্লকবাসটার ছবি ‘রাম লক্ষ্মণ’ ও ‘হিরো’-র মুখ্য অভিনেতা অনিল কাপুর ও জ্যাকি শ্রফ।

উল্লেখ্য, সুভাষ ঘাই একজন নির্মাতা হিসেব খ্যাতি পেলেও শোবিজে তিনি যাত্রা করেছিলেন ছোট্ট একটি পার্শ্ব চরিত্রে অভিনয় দিয়ে। এরপরই প্রখ্যাত অভিনেতা দিলীপ কুমারের সঙ্গে বিধাতা (১৯৮২), কর্ণ(১৯৮৬) এবং সওদাগর ছবিতে কাজ করার সুযোগ পান তিনি। কিন্তু অভিনয়ের চাইতে নির্মাণের প্রতি ছিলো বেশি ঝুঁক। আর স্থায়ীও হয়ে গেলেন সেখানেই।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।