ভেনেজুয়েলায় মাঝরাতে বিরোধী নেতাদের ধরে নিয়ে গেল গোয়েন্দারা
ভেনেজুয়েলায় বিরোধীদলের দু’জন শীর্ষস্থানীয় নেতাকে রাতের বেলা বাড়ি থেকে গোয়েন্দা কর্মকর্তারা তুলে নিয়ে গেছে। তাদের পরিবার মঙ্গলবার এ দাবি জানিয়েছে। খবর সিএনএন-এর।
লিওপোল্ডো লোপেজ এবং এ্যান্টোনিও লেদেজমা'কে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হলেও এখন পর্যন্ত তাদের অবস্থান জানে না কেউই।
২০১৪ সাল থেকেই তারা গৃহবন্দী অবস্থায় ছিলেন। সরকারবিরোধী বিক্ষোভের সময় সহিংসতা উস্কে দেয়ারও অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।
ইতোমধ্যেই লোপেজকে গোয়েন্দা কর্মকর্তারা তুলে নিয়ে যাওয়ার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে পড়েছে। তাদের কিছু হলে প্রেসিডেন্ট মাদুরোকেই দায়ী করার কথা জানিয়েছে তাদের পরিবার।
গত রোববারের বিতর্কিত গণভোটের পরই এই গ্রেফতারের ঘটনা ঘটল। গত কয়েকদিন ধরে চলা বিক্ষোভে অন্তত ১০ জন নিহত হয়েছে।
গণভোটের ফলে সংবিধান সংস্কারের জন্য নতুন জনপ্রতিনিধিদের পরিষদ, বিরোধীদল নিয়ন্ত্রিত কংগ্রেসকে এড়িয়ে নতুন সংবিধান রচনা করতে পারবে ।
বিরোধী দলের নেতাদের গ্রেফতারের নিন্দা জানিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন বলছে, এটি একটি ভুল পদক্ষেপ।
মার্কিন বাণিজ্যমন্ত্রী ইতোমধ্যে মাদুরোকে একজন স্বৈরশাসক বলে অভিহিত করে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা ঘোষণা করেছেন।
কেএ/আরআইপি