নওয়াজের আসনে নির্বাচনের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ০১ আগস্ট ২০১৭

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আসনে নির্বাচনের ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। পানামা পেপারস কেলেঙ্কারিতে পরিবারের সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ প্রমাণের পর নওয়াজকে প্রধানমন্ত্রী পদের অযোগ্য ঘোষণা করে রায় দেন সুপ্রিম কোর্ট।

কোর্টের রায়ের কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করেন তিনি। মঙ্গলবার ইসিপি জানিয়েছে, ফাঁকা হওয়া আসন এনএ-১২০ এ আগামী ১৭ সেপ্টেম্বর নির্বাচন হবে।

অাগামী ১০ থেকে ১২ আগস্টের মধ্যে আগ্রহী প্রার্থীরা নমিনেশন পেপার সংগ্রহ করে নির্বাচন কমিশনে জমা দিতে পারবেন। নির্বাচন কমিশন ওই নমিনেশন পেপারগুলো ১৫ থেকে ১৭ আগস্টের মধ্যে পর্যবেক্ষণ করে দেখবে।

ধারণা করা হচ্ছে, পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ এবং ডা. ইয়াসমিন রশিদের মধ্যে নির্বাচনী লড়াই হবে। তাদের পিএমএলএন ও তেহরিক-ই-ইনসাফ সমর্থন করছে।

সূত্র : ডন নিউজ

কেএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।