সার্বভৌমত্ব রক্ষায় আপোষ করা হবে না : শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৪০ এএম, ০১ আগস্ট ২০১৭

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন শান্তি ভালবাসে কিন্তু সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কখনো আপোষ করবে না। চীনের পিপলস লিবারেশন আর্মির ৯০ বছর পূর্তি উপলক্ষ্যে সামরিক কুচকাওয়াজ প্রদর্শনীতে অংশ নিয়ে মঙ্গলবার তিনি ওই মন্তব্য করেন।

শি জিনিপিং বলেন, চীনের মানুষ শান্তি ভালোবাসে। আমরা কখনোই চাই না আগ্রাসন ছড়িয়ে পড়ুক। কিন্তু সব শত্রুকে হারানোর মতো আমাদের আত্মবিশ্বাস আছে। আমরা যে কোনো সময়ে, যে কোনো মানুষ, সংগঠন বা রাজনৈতিক দলকে দেশের যে কোনো অঞ্চলকে চীনা ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করতে দেবো না।

তিনি বলেন, আমাদের সার্বভৌমত্ব, নিরাপত্তা অথবা উন্নয়নের ক্ষতি করে এর তিক্ত ফল গ্রহণ করার প্রত্যাশা করা কারো উচিত নয়।

চীনের সেনাবাহিনীকে আরো শক্তিশালী বাহিনীতে রূপান্তরের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের এই প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর থেকে দেশটির সেনাবাহিনীর দুর্নীতিগ্রস্ত বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। জিনপিং ক্ষমতায় আসার পর সেনাবাহিনী জ্যেষ্ঠ কর্মকর্তা জু কাইহো, গাও বক্সিওন ও জিইউ জুনশান দুর্নীতির অভিযোগে চাকরি হারান।

জিনপিং বলেন, পাঁচ বছরের কঠোর পরিশ্রমের পর পিএলএ সফলভাবে এর সাংগঠনিক কাঠামো দাঁড় করিয়েছে। একই সঙ্গে পিএলএ’র ক্ষমতা কাঠামো ঢেলে সাজানো হয়েছে। তিনি বলেন, উদ্ভাবন ও পরিবর্তনের ক্ষেত্রে চীনের সেনাবাহিনীকে আরো বেশি সাহসী হতে হবে।

জিনপিং ক্ষমতায় আসার পর চীনা সেনাবাহিনীতে হঠাৎ সংস্কার নিয়ে দেশের ভেতরে বিতর্ক আছে। সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২০১৫ সালে কুঁচকাওয়াজে অংশ নিয়ে শি জিনপিং সেনাবাহিনীর ৩ লাখ সেনাসদস্য কমিয়ে আনার ঘোষণা দেয়ার পর থেকে দেশটির সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি কাজ করছে।

সূত্র : এনডিটিভি, রয়টার্স।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।