১০ দিনেই চাকরি গেল ট্রাম্পের মিডিয়া প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৫ এএম, ০১ আগস্ট ২০১৭

হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্থনি স্কারামুচ্চিকে বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব গ্রহণের ১০ দিনের মাথায় চাকরি গেল তার। খবর বিবিসির।

ওয়াল স্ট্রীটের সাবেক এই আর্থিক ব্যবস্থাপক একজন রিপোর্টারকে টেলিফোনে তার সহকর্মীদের সম্পর্কে অশ্লীল ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েছেন।

অ্যান্থনি স্কারামুচ্চিকে মিডিয়া প্রধান হিসেবে নিয়োগ দেয়ার কারণেই হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রেইন্স প্রিবাস এবং মুখপাত্র শন স্পাইসার পদত্যাগ করেছিলেন।

অ্যান্থনিকে বরখাস্ত করার সিদ্ধান্ত ট্রাম্পের নতুন চিফ অব স্টাফ জন কেলির কাছ থেকেই এসেছে। কেলি সোমবার শপথ গ্রহণ করেন। এরপরেই তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন।

হোয়াইট হাউসের এক খবরে নিশ্চিত করা হয়েছে যে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই অ্যান্থনির কাজে হতাশ হয়েছিলেন।

ট্রাম্পের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানান, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন রিপোর্টারের কাছে করা অ্যান্থনির মন্তব্য তার অবস্থান অনুযায়ী একেবারেই অনুপযুক্ত।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।