গ্যাস পাইপলাইনে ভ্যানের ধাক্কা, দগ্ধ হয়ে নিহত ১৩
পাকিস্তানে যাত্রীবাহী একটি ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। রোববার খাইবার পাখতুনখুয়া প্রদেশের আট্টোক এলাকার কাছে যাত্রীবাহী একটি ভ্যান একটি গ্যাস পাইপলাইনের সঙ্গে ধাক্কা খেলে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভ্যানটি রাওয়ালপিন্ডি থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। হাসান আবদাল রোডে আব্বোতাবাদ চক থেকে আসা বিপরীত দিকের একটি ট্রাকের সঙ্গে ভ্যানটির ধাক্কা লাগে। পরে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই এলাকার প্রধান গ্যাস পাইপলাইনে আঘাত হানে। এরপরেই সেখানে আগুন ধরে যায়।
উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, ভ্যানে থাকা যাত্রীরা মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। এই অবস্থায় তাদের মরদেহের ডিএনএ টেস্ট করাও সম্ভব নয় বলে জানানো হয়েছে।
দুর্ঘটনার পর পরই সেখানে উপস্থিত হন পুলিশ এবং উদ্ধারকারী কর্মকর্তারা। দুর্ঘটনাকবলিত ভ্যানটি থেকে মৃতদেহগুলো হাসান আবদাল জেলা সদর হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে।
টিটিএন/এমএস