সাত সাংবাদিককে মুক্তি দিয়েছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০৫ এএম, ৩০ জুলাই ২০১৭

দীর্ঘ ৯ মাস কারাভোগের পর তুরস্ক সরকার দেশটির সরকারের কট্টর সমালোচক হিসাবে পরিচিত ‘কামহুরিয়ত’ পত্রিকার সাত সাংবাদিককে মুক্তি দিয়েছে। গতকাল শনিবার (২৯ জুলাই) তাদের মুক্তি দেয়া হয়। তবে সন্ত্রাসীদের সহায়তা প্রদানের অভিযোগে আরও চারজনকে আটক রাখায় দুঃখ প্রকাশ করা হয়েছে।

মুক্তিপ্রাপ্তিরা হলেন- মুসা কার্ট, বুলেন্ট উকতু, তুরান গুনে, অনদার সিলিক, কেমাল গুংগর, হাকান কারাসিনির এবং গুরাই ওজে। একটি সন্ত্রাসী সংগঠনকে অর্থায়নের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল।

দেশটির ইস্তানবুলের উপকণ্ঠে সিলিভরী কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয়। তবে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। ১১ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। দোষী সাব্যস্ত হলে ৪৩ বছরের কারাদণ্ড হতে পারে তাদের।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।